আগের দিনে সংবাদ সম্মেলনে তরুণ স্পিনার নাঈম হাসান বলেছিলেন পিচে ২০০ থেকে ২২০ রান করতে পারলেই জেতাটা সহজ হবে। কিউইরাও সেটা স্বীকাল করে নিয়েছিল। কিন্তু, লিড কি ততটা দেওয়া গেল? স্লো স্পিনিং পিচ সেই সাথে স্লো আউটফিল্ডে কতটা বোলিংয়ে সুবিধা করতে পারবে বাংলাদেশ? অবশেষে ১৩৬ রানের লিড পেল নিউজিল্যান্ড। শান্ত-মমিনুলরা ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে পেরেছে। ওপেনার জাকির হাসান সর্বোচ্চ ৮৬ বলে ৫৯ রান করেছেন। এটাই বাংলাদেশের ইনিংসের বড় সান্তনা। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বিশের কোটাও ছুঁতে পারেননি।
প্রথম ইনিংসে ১৮০ করা ব্ল্যাক ক্যাপারদের ১৩৬ রান খুব বড় কিছু হবে না হয়তো। তবে বাংলাদেশের উইকেট বিলিয়ে আসার অনুশীলনের প্রতিফলন নিউজল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে দেখা না গেলে ফলাফল তাদের দিকে যেতেও পারে।
তৃতীয় দিন দুপুর নাগাদ খেলা শুরু হওয়ার পর চতুর্থ দিনের প্রথম সেশনের তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশের ইনিংস। বড় টার্গেট দেওয়াতো দূরের কথা দিনের শুরুতেই ৫ উইকেট খুঁইয়ে স্বপ্ন হারানোর পথে শান্ত বাহিনী।
শান্ত-জাকিরদের লক্ষ্য ছিলো কিউইদের সামনে বড় টার্গেট বেঁধে দেওয়া। কিন্তু সেদিকে যেতে পারছেন না তারা। চতুর্থ দিন ৩০ রানের লিড নিয়ে খেলতে নেমে জাকির-মমিনুল জুটি ৩৩ রান যোগ করেন। এরপর মুমিনুলকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে সেই জুটি ভেঙে দেন অ্যাজাজ প্যাটেল। তার আগে বাঁহাতি এই ব্যাটার করেন ১৯ বলে ১০ রান।
এরপরই হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণ। একে একে সাজঘরের পথে হাঁটেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। ১৭ রানের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে পিচে সেটই হতে পারেননি মুশফিকুর রহিম। খেলেন মাত্র ১২ বল। ৯ রান তুলে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে স্লিপে থাকা ড্যারিল মিচেলের হাতে ধরা পড়েন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর স্যান্টনারের দ্বিতীয় শিকার হন শাহাদাত। ১১ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন এই ডানহাতি।
দলীয় ৯৭ রানে মিরাজ প্যাটেলের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। এরপর নুরুল হাসান সোহান স্কোর বোর্ডে আর একটি রানও যোগ না করেত পেরে ওই প্যাটেলের বলেই লেগ বিফরের ফাঁদে পড়ে শূন্য রানেই ফেরেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান। অর্থাৎ, ১০১ রানের লিডে আছে শান্তরা।
জাকির হাসান আছেন ৪৭ রানে অপরাজিত। অপরপ্রান্তে নাঈম হাসান আছেন ৮ রানে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে জবাব দিতে নেমে ২ উইকেটে ৩৮ রান তোলে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়ে যায় তৃতীয় দিনের খেলা।