নাঈম জানালেন, কত রান করলেই জিতবে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া December 8, 2023 708
নাঈম জানালেন, কত রান করলেই জিতবে বাংলাদেশ

প্রথম দিনে আলোর স্বল্পতায় ৮.২ ওভার কম খেলা হয়েছে। দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে গেছে ভেসে। আলোর স্বল্পতায় তৃতীয় দিনে খেলা হয়েছে ৩২.৩ ওভার। স্পিন স্বর্গে এই দুই দিন রান উঠেছে ৩৮৪, দু'দল হারিয়েছে ২২ উইকেট।


তিন দিনের মধ্যে পৌনে দুই দিনের খেলা বৃষ্টি কেড়ে নিলেও মিরপুর টেস্ট এখন রোমাঞ্চকর সমাপ্তির দিকে এগিয়ে। বাংলাদেশের ১৭২-এর জবাব দিয়ে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড নিয়েছে ৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন এগিয়ে ৩০ রানে।


চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের সামনে কঠিন চ্যালেঞ্জ দেয়ার লক্ষ্য এখন বাংলাদেশ দলের। তৃতীয় দিনের খেলা শেষে এ লক্ষ্যের কথাই জানিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান-‘আমরা যদি একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ জিতব।লিড পেলে ভাল হতো। এখন আমরা ৩০ রানে এগিয়ে আছি। আমরা এখন ম্যাচে এগিয়ে আছি।এটা এখন আমাদের ধরে রাখতে হবে। আমার মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারব,তত আমাদের জন্য ভাল।’


তৃতীয় ইনিংসে ২০০ থেকে ২২০ রান করতে পারলে মিরপুর টেস্ট জিতবে বাংলাদেশ, সে বিশ্বাস বদ্ধমূল নাঈম হাসানের-‘২০০-২২০ রান করতে পারলে ইনশাআল্লাহ আমরা ডিফেন্ড করতে পারব। টোটাল যা-ই হোক, আমরা ফাইট করে জিতব।’


প্রথম দিন শেষে যে দলের স্কোর ৫৫/৫, এমন পরিস্থিতির মুখে নিউ জিল্যান্ডকে ফেলে দিয়ে প্রথম ইনিংসে বড় লিডের স্বপ্ন দেখেছে বাংলাদেশ দল। অথচ, উল্টো সেই প্রতিপক্ষ দলই নিয়েছে ৮ রানের লিড। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল ছিল বলে মনে করছেন নাঈম হাসান-‘প্রথম দিনের তুলনায় আজ ব্যাটিংয়ের জন্য উইকেটটা ভাল ছিল।’


উইকেট যে আচরণই করুক না কেনো, মিরপুর টেস্ট জয়ে প্রত্যয়ী বাংলাদেশ দল, তা জানিয়েছেন নাঈম হাসান-‘উইকেট যা-ই হোক, অজুহাত দেওয়া যাবে না। ওই উইকেটে খেলতে হবে।আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। ভাল ব্যাটিং করতে হবে। ম্যাচ জেতার জন্য বোলিংয়ে যা যা করার দরকার, তা করে হবে।’প্রথম দিনে আলোর স্বল্পতায় ৮.২ ওভার কম খেলা হয়েছে। দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে গেছে ভেসে। আলোর স্বল্পতায় তৃতীয় দিনে খেলা হয়েছে ৩২.৩ ওভার। স্পিন স্বর্গে এই দুই দিন রান উঠেছে ৩৮৪, দু'দল হারিয়েছে ২২ উইকেট।


তিন দিনের মধ্যে পৌনে দুই দিনের খেলা বৃষ্টি কেড়ে নিলেও মিরপুর টেস্ট এখন রোমাঞ্চকর সমাপ্তির দিকে এগিয়ে। বাংলাদেশের ১৭২-এর জবাব দিয়ে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড নিয়েছে ৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন এগিয়ে ৩০ রানে।


চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের সামনে কঠিন চ্যালেঞ্জ দেয়ার লক্ষ্য এখন বাংলাদেশ দলের। তৃতীয় দিনের খেলা শেষে এ লক্ষ্যের কথাই জানিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান-‘আমরা যদি একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ জিতব।লিড পেলে ভাল হতো। এখন আমরা ৩০ রানে এগিয়ে আছি। আমরা এখন ম্যাচে এগিয়ে আছি।এটা এখন আমাদের ধরে রাখতে হবে। আমার মনে হয়, আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারব,তত আমাদের জন্য ভাল।’


তৃতীয় ইনিংসে ২০০ থেকে ২২০ রান করতে পারলে মিরপুর টেস্ট জিতবে বাংলাদেশ, সে বিশ্বাস বদ্ধমূল নাঈম হাসানের-‘২০০-২২০ রান করতে পারলে ইনশাআল্লাহ আমরা ডিফেন্ড করতে পারব। টোটাল যা-ই হোক, আমরা ফাইট করে জিতব।’


প্রথম দিন শেষে যে দলের স্কোর ৫৫/৫, এমন পরিস্থিতির মুখে নিউ জিল্যান্ডকে ফেলে দিয়ে প্রথম ইনিংসে বড় লিডের স্বপ্ন দেখেছে বাংলাদেশ দল। অথচ, উল্টো সেই প্রতিপক্ষ দলই নিয়েছে ৮ রানের লিড। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল ছিল বলে মনে করছেন নাঈম হাসান-‘প্রথম দিনের তুলনায় আজ ব্যাটিংয়ের জন্য উইকেটটা ভাল ছিল।’


উইকেট যে আচরণই করুক না কেনো, মিরপুর টেস্ট জয়ে প্রত্যয়ী বাংলাদেশ দল, তা জানিয়েছেন নাঈম হাসান-‘উইকেট যা-ই হোক, অজুহাত দেওয়া যাবে না। ওই উইকেটে খেলতে হবে।আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। ভাল ব্যাটিং করতে হবে। ম্যাচ জেতার জন্য বোলিংয়ে যা যা করার দরকার, তা করে হবে।’