বাইরে বৃষ্টি আর ভিতরে ড্রেসিংরুম গরম করেছে টাইগাররা

ক্রিকেট দুনিয়া December 7, 2023 1,586
বাইরে বৃষ্টি  আর ভিতরে ড্রেসিংরুম গরম করেছে টাইগাররা

সিলেটের সুখস্মৃতি নিয়ে ঢাকা টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে মাথায় মেঘ নিয়ে খেলতে নেমেছিল দুদল। তবে দ্বিতীয় দিনের সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। দিন গড়াতে সেটি বাড়ে আরো। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি একটি বলও।



বৃহস্পতিবার মিরপুরে মাঠে বল না গড়ালেও ড্রেসিংরুমে গা গরম করেছেন টাইগার ক্রিকেটাররা। অবশ্য ক্রিকেট খেলেননি, অলস সময়ে ড্রেসিংরুমে ভিন্নরকম এক খেলার আয়োজন করেছিলেন তারা। কাচেঘেরা ড্রেসিংরুমের ভেতরই ফুটবলে মেতেছিলেন শরিফুল ইসলাম, নাঈম ইসলাম ও শাহাদাত হোসেন দিপুরা। তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবালও।


ঢাকা টেস্টের প্রথম দিন আলোক স্বল্পতায় আগে শেষ হয় খেলা। এজন্য বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার কথা ছিল সোয়া নয়টায়। কিন্তু এদিনও ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সারাদিনে পিচ থেকে কখনোই কাভার সরানো সম্ভব হয়নি।


এদিকে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুর নাগাদ মিরপুরে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই আগামীকাল মাঠে খেলা গড়ানো নিয়েও শঙ্কা থাকছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর।