এবার যে কারনে পাকিস্তানের কাছে ক্ষমা চাইলো অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া December 7, 2023 745
এবার যে কারনে পাকিস্তানের কাছে ক্ষমা চাইলো অস্ট্রেলিয়া

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সেখানে ৩ ম্যাচ টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হবে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলছেন বাবর আজমরা। এই ম্যাচে ঘটে অপ্রীতিকর ঘটনাটি।


মানুকা ওভালের এই ম্যাচে গতকাল টস জিতে ব্যাটিং করে পাকিস্তান।


ফক্স ক্রিকেটে সরাসরি সম্প্রচার হওয়া ম্যাচটিতে পাকিস্তান ব্যাটিংয়ে নামতেই 'ভুল' চোখে পড়ে। স্কোর কার্ডে পাকিস্তানের নাম সংক্ষিপ্ত করে 'পিএকে' বা 'পাক' লেখা হয়, তবে এই ম্যাচে 'পাক'-এর পর বাড়তি একটি 'আই' যোগ করা হয়, তাতে পাকিস্তানের নামের সংক্ষিপ্ত 'পাকি' দাঁড়ায়।

ইউরোপের দেশগুলোতে বর্ণবৈষম্য করার জন্য এই নাম ব্যবহার হয়। উপমহাদেশের অভিবাসী এবং বংশোদ্ভূতদের গালি দিতেও এই শব্দটি ব্যবহার করা হয়।


এমনকি অক্সফোর্ড ডিকশনারিতেও এ শব্দকে 'আক্রমণাত্মক' উল্লেখ করা আছে।

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক বর্ণবৈষম্যর অভিযোগ এনে একটি পোস্ট শেয়ার করলে টনক নড়ে আয়োজকদের। ক্ষমাপ্রার্থনা করে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, 'তথ্য দেওয়ার সময় গ্রাফিক্সের সমস্যায় ভুল নাম দেখানো হচ্ছিল। কেউ ইচ্ছা করে সেটা করেনি।


খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেওয়া হয়েছে। তবে এই ধরনের ভুল হওয়া ঠিক নয়। আমরা ক্ষমাপ্রার্থী।'