আওয়ামী লীগ থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তবে, বিভ্রান্তি তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মাশরাফীর সম্পদের বিবরণী নিয়ে।
সোমবার (৪ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে মাশরাফীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, আসন্ন নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণীতে মাশরাফী জানিয়েছেন, বর্তমানে তার বার্ষিক আয় ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা। আর পাঁচ বছর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় যা ছিল ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা।
অর্থাৎ, আগের তুলনায় আয় কমেছে সাবেক তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফীর। এছাড়া ব্যাংকে ঋণ আছে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা।
কিন্তু ‘আমার ভোট আমার অধিকার’ নামের একটি আইডি থেকে ২০২২ সালে মাশরাফীকে নিয়ে করা একটি পোস্টে বলা হয়, সংসদ সদস্য হওয়ার পর ২০১৮ সাল থেকে ২০২২ সাল - এই চার বছরে মাশরাফীর সম্পদ বেড়েছে ৫৬ গুণ। ২০১৮ সালে তার সম্পত্তির মূল্যমান ছিল ৯ কোটি ১৫ লাখ টাকা। আর ২০২২ সালে সম্পত্তির মূল্যমান দাঁড়িয়েছে ৫১০ কোটি টাকা।
এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন পাওয়ার পর মাশরাফীকে নিয়ে করা পুরাতন ওই পোস্ট এখন পুনরায় শেয়ার হচ্ছে। এতে তৈরি হয়েছে বিভ্রান্তি।
যদিও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া তথ্য বলছে, ফেসবুকের এ তথ্যের সাথে মাশরাফীর দেয়া তথ্যের কোন মিল নেই।
২০২৪ সালের নির্বাচনী হলফনামায় মাশরাফী জানিয়েছেন, শেয়ার মার্কেটে ১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা, চাকরি ও বিভিন্ন সম্মানী বাবদ ২৩ লাখ ৩ হাজার ২০ টাকা এবং অন্যান্য খাত থেকে ৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা আয় করেছেন তিনি।
এবারের হলফনামায় সম্পত্তির বিবরণীতে মাশরাফী জানান, তার মোট ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকার সম্পত্তি রয়েছে। পাঁচ বছর আগে ছিল মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার (৫০ তোলা স্বর্ণ বাদে) সম্পত্তি। এর মধ্যে তার হাতে রয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা।
সূত্রঃ সময় টিভি অনলাইন