আইপিএলের নিলামে কাড়াকাড়ি লাগবে যাদের নিয়ে

ক্রিকেট দুনিয়া December 4, 2023 1,451
আইপিএলের নিলামে কাড়াকাড়ি লাগবে যাদের নিয়ে

১৯ ডিসেম্বর দুবাইতে বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। ১১৬৬ ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামের। আইপিএলের আসন্ন আসরের নিলামে ভিত্তিমূল্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা ২৫ ক্রিকেটারের ৭ জনই অস্ট্রেলিয়ান। এ তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। এদের মধ্যে কোন ৫ বিদেশী ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য নিলামে টাকার ঝড় উঠতে পারে? দেখে নিন সেই তালিকা।


রাচিন রবীন্দ্র: নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের দৌড়েও ছিলেন রাচিন রবীন্দ্র। অলরাউন্ড দক্ষতার জন্য রাচীন রবীন্দ্রকে পেতে ঝাপাবে একাধিক দল। কিউই তারকা নিজের বেস প্রাইজ রেখেছেম ৫০ লক্ষ টাকা। তবে রাচীদেন দাম ১০ কোটি বা তারও বেশি উঠতে পারে বলে মনে করা হচ্ছে।


ট্রেভিস হেড: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত খেলেছিলেন ট্রেভিস হেড। ফাইনালে একার হাতে ভারতকে হারিয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালের আইপিএলে ১০টি ম্যাচ খেলেছিলেন। তারপর আর আইপিএলে খেলেননি। এবার ফের নিলামে অংশ নিচ্ছেন হেড। নিলামে নিজের ২ কোটি টাকা বেস প্রাইজ রেখেছেন অজি তারকা।


প্যাট কামিন্স: সদ্য দেশকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতিয়েছেন প্যাট কামিন্স। এবাপ নিলামে ফের ঝড় উঠতে পারে অজি তারকাকে নিয়ে। ২কোটি টাকার বেল প্রাইজে রয়েছেন কামিন্স। তবে তিনিও ১০ কোটি পর্যন্ত দর পেতে পারেন।


ড্যারিল মিচেল: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩-এ ড্যারিল মিচেলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খ্যাতি দিয়েছে। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি বড় হিট করার ক্ষমতাও রয়েছে মিচেলের। নিলামে ১ কোটি টাকা বেস প্রাইজ মিচেলের। তবে মোটা টাকা দর উঠতে পারে কিউই তারকার।


ওয়ানিন্দু হাসরঙ্গা: বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গা তা সকলের জানা। আরসিবি হাসরঙ্গাকে রিলিজ করেছে। নিলামে দেড় কোটি টাকা বেস প্রাইজ লঙ্কান স্পিনারের। হাসরঙ্গাকে পেতে ঝাপাবে অনেক ফ্র্যাঞ্চাইজিই।