বিল বকেয়া থাকায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের বিদ্যুৎ বন্ধ!

ক্রিকেট দুনিয়া December 3, 2023 924
বিল বকেয়া থাকায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের বিদ্যুৎ বন্ধ!

গত ১৪ বছর ধরে বিদ্যুতের বিল দেয় না ভারতের ছত্তিসগড় ক্রিকেট সংস্থা। যে কারণে পাঁচ বছর আগে ক্রিকেট সংস্থা ও স্টেডিয়ামের বিদ্যুতর সংযোগও বিচ্ছিন্ন করা হয়। আর সেই ছত্তিশগড়ের রাইপুর কি-না ছিল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু। ফলে দিবারাত্রির ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়েও শঙ্কা ছিল। কিন্তু অবশেষে ম্যাচটি মাঠে গড়িয়েছে আর সিরিজও নিশ্চিত করেছে ভারত।


ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটির ভেন্যু ছিল রাইপুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম। কিন্তু পাঁচ বছর ধরে এই স্টেডিয়ামে নেই বিদ্যুৎ সংযোগ। ৩ কোটি ১৬ লাখ টাকা বকেয়া থাকায় স্টেডিয়ামটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


তাই দিবারাত্রির ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি-না তা নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। নাক কাটা যেতে বসেছিল প্রবল প্রতাপশালী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। এমনই খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।


শেষ পর্যন্ত ছত্তিসগড় ক্রিকেট সংস্থার অনুরোধে সাময়িক বিদ্যুতের ব্যবস্থা করা হয়। তবে তাতেও আলো জ্বলার কথা ছিল শুধু গ্যালারি এবং বক্সে। মাঠের ফ্লাডলাইট জ্বালাতে তাই ব্যবস্থা করা হয় জেনারেটরের। অস্থায়ী সংযোগ আর জেনারেটরের মাধ্যমে ফ্লাডলাইট জ্বালিয়ে কোনোমতে ম্যাচ আয়োজন করে সম্মান বাঁচায় বিসিসিআই।


তবে এর জন্য যে পরিমাণ খরচ করতে হয়েছে তাতে সমালোচনা আরও ধেয়ে আসছে ছত্তিশগড়ের ক্রিকেট সংস্থার দিকে। ১.৪ কোটি টাকা খরচ করে এদিন জেনারেটরের ব্যবস্থা করা হয়। যা মোট বকেয়া বিদ্যুৎ বিলের প্রায় ৪০ শতাংশ!


একদিনর জন্য এতোটা খরচ করতে পারলেও পাঁচ বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও টনক নড়েনি সংস্থার। ফ্লাড লাইটের জন্য এতো খরচের কারণ অবশ্য জানানো হয়েছে।


সূত্রঃ সময় টিভি অনলাইন