নাসুমকে চড় মারায় বিসিবিকে আইনি নোটিশ

ক্রিকেট দুনিয়া December 3, 2023 1,352
নাসুমকে চড় মারায় বিসিবিকে আইনি নোটিশ

ভারতে বিশ্বকাপ চলাকালীন নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। অপ্রীতিকর এই ঘটনার তদন্ত চেয়ে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।


আজ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ডাকযোগে ও ই-মেইলে এই লিগ্যাল নোটিশটি পাঠান ব্যারিস্টার আশরাফ রহমান।


দোষ প্রমাণ হলে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিসিবিকে নোটিশে বলা হয়েছে। সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।


এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, 'বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিং ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।'


তিনি আরও বলেন, 'যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।'


সূত্রঃ দেশ রূপান্তর