জয়ের মঞ্চটা চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল বাংলাদেশ। শেষ দিনে স্বাগতিকদের দরকার ছিল তিন উইকেট। অন্যদিকে নিউজিল্যান্ডকে করতে হতো ২১৯ রান। পঞ্চম ও শেষ দিনে এই কঠিন সমীকরণ মেলাতে পারেনি সফরকারী দল। ১৮১ রানে অলআউট হয় স্বাগতিকরা। এতে ঘরের মাঠে প্রথমবারের মতো সাদা পোশাকে ১৫০ রানের জয় পায় নাজমুল হোসেন শান্তের দল। প্রথম টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা তাইজুল ইসলাম।
বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ের নায়ক যে তিনি। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা তাইজুল। এই বাঁহাতি স্পিনার জানালেন, দলে না থাকলেও গতকাল রাতে তাকে ফোন দিয়েছিলেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে কাল ফোনে কথা হয়েছিল। সাকিব ভাই ফোন দিয়েছিল। তামিম ভাইয়ের সাথে কথা হয়েছে। তামিম ভাইয়ের সাথে আমার নিয়মিত কথা হয়। উনাকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাইয়ের মতো দেখি।’
টেস্টে এনিয়ে ১২ বার ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৯ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। তাইজুল দ্বিতীয়। এ নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ১০ উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার।
ম্যাচসেরা হয়ে পুরস্কার বিতরণী মঞ্চে তাইজুল বললেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট পাওয়ায় প্রেরণা আরও বাড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে তুলে নেওয়া জয় দলের মানসিকতাকে ঠিক রাখবে। সতীর্থদেরও সমর্থন পেয়েছি।’
বাংলাদেশে এর আগে গত বছরে মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। যেটি ছিল টেস্টে কিউইদের বিপক্ষে টাইগারদের একমাত্র জয়। এবার সিলেটে জয়ের মানসিকতা নিয়েই নেমেছিল বাংলাদেশ।
তাইজুল বলেন, “বিগত দিনে নিউজিল্যান্ডের মত জায়গাতে বাংলাদেশ জিতেছে এবং তাদের কন্ডিশনে জিতেছে। তারা যখন আমাদের কন্ডিশনে এসেছে আমরা জেতার জন্যই নেমেছি