প্রথম ইনিংসে ১০৯ রান দিয়ে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও শাণিত তাইজুল ইসলাম। ৩৩২ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস যে ৭ উইকেটে হারিয়েছে তার ৪টিই গেছে এই বাঁহাতি স্পিনারের পকেটে। বাংলাদেশও অপেক্ষায় আছে সিলেটে মাউন্ট মঙ্গানুইয়ের স্মৃতি ফেরাতে।
আজ চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১১৩ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। আগামীকাল শেষ দিনে জয়ের জন্য ৩ উইকেটে তাদের দরকার হবে ২১৯ রান। আর তিন উইকেট তুলে নিতে পারলেই জিতবে টাইগাররা। দল যখন আরও এক জয়ের অপেক্ষায় তখন আজ দিনের খেলা শেষে টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল ইসলাম।
নিউজিল্যান্ডের বিপক্ষে আরও এক জয়ের দ্বারপ্রান্তে থেকে তিনি বলেন, ‘বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনো জিতিনি, তবে ইনশা আল্লাহ সর্বোচ্চ চেষ্টা করছি। বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে, দল বদলে যাওয়ার আভাস থাকে। পুরো বছর যেন এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতব বা জিতব না, তা জানি না। তবে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি।’
বোলারদের কৃতিত্ব দিয়ে তাইজুল বলেন, ‘সকালেও উইকেট এত কঠিন মনে হচ্ছিল না। আমাদের বোলাররা অনেক দুর্দান্ত বোলিং করেছে। ওরা বড় ব্যাটারদের দ্রুত হারানোয় চাপে পড়েছে। বলব না উইকেট খুব খারাপ।’
এদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইলিয়ামসনকে আউট করেছিলেন তাইজুল। আজ দ্বিতীয় ইনিংসেও তিনিই ফিরিয়েছেন কিউই এই ব্যাটারকে। এ কাজে সতীর্থরা অনুপ্রাণিত করেছে বলেও জানিয়েছেন টাইগার এই স্পিনার। এ নিয়ে তিনি বলেন, ‘৯ বছর খেলেছি। ওদের মধ্যে আস্থা ছিল, হয়তো আমি কোনো সেটআপ করে আউট করতে পারব। আলহামদুলিল্লাহ হয়েছে।’