শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া November 30, 2023 1,970
শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ২২১ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ব্যাট হাতে আরও একবার নজর কাড়লেন ফর্মের চূড়ায় থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই শান্ত ছুঁয়েছেন সেঞ্চুরি। তার অনবদ্য ব্যাটিং শো’তেই বাংলাদেশ সিলেট টেস্টের ৩য় দিন শেষে ভালো অবস্থানে।


তৃতীয় দিন শেষে ২০৫ রানে এগিয়ে আছে টাইগাররা। তাদের হাতে রয়েছে আরও ৭ উইকেট। শান্ত ক্রিজে আছেন ১৯৩ বলে ১০ চারে ১০৪ ও মুশফিক ৭১ বলে ৪৩ রানে।


প্রথম সেশনেই নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩১৭ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩০ রান। প্রথম ইনিংসে তারা তুলেছিল ৩১০ রান।


২ উইকেটে শতরানের লিড নিয়ে চা বিরতিতে যাওয়া বাংলাদেশ ফিরে এসেই শান্ত পূর্ণ করেন টেস্টে তার চতুর্থ পঞ্চাশ। ৯৫ বলে মাইলফলক স্পর্শ করলেন, যা অধিনায়ক হিসাবে তার প্রথম ফিফটি। তবে ফিফটি ছোঁয়ার আগেই বিদায় নেন মুমিনুল হক। দুর্ভাগ্যজনকভাবে হয়েছেন রান আউট। আশা জাগিয়েও হল না মুমিনুলের বড় ইনিংস। ৯০ রানে ভাঙে শান্ত-মুমিনুলের জুটি।


এরপর মুশফিকুর রহিমকে সঙ্গী হিসাবে পান শান্ত। অনবদ্য ব্যাটিংয়ে পঞ্চাশের ইনিংস টেনে নিয়ে যান শতকে। ব্যাট হাতে সবমিলিয়ে স্বপ্নের মতো সময় পার করছেন শান্ত। প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পান।


টেস্টে অধিনায়কের অভিষেকেই এমন কীর্তি, যা নিঃসন্দেহে শান্তর ক্যারিয়ারকে টেনে নিয়ে যাবে বহুদূর।


সূত্রঃ ক্রিকেট৯৭