মাঠের খেলার পাশাপাশি ভিন্ন পথে পা বাড়ানোই কাল হয়েছে তার। ২০০৯ সালে স্পট ফিক্সিংয়ে লন্ডভন্ড হয়ে যায় আমিরের ক্যারিয়ার। ক্যারিয়ারে অনেক জড় শক্ত হাতে সামলেছেন আমির। অদম্য ইচ্ছাশক্তিতে আইনি ঝামেলা পেরিয়ে ২০১৯ সালে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। কিন্তু পরের বছরই নেন স্বেচ্ছায় অবসর।
কারণ হিসেবে আমির জানিয়েছিলেন, পিসিবির দায়িত্বে থাকা মিসবাহ-উল-হক, ওয়াকার ইউনিস আর রমিজ রাজার মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার ভারত বিশ্বকাপের আগে নাসিম শাহর ইনজুরিতে সমর্থকরা ভেবেছিল, এবার হয়তো আমিরকে সুযোগ দেবে বোর্ড। কিন্তু সে পথে হাঁটেনি পিসিবি।
বিশ্বকাপ ব্যর্থতার পর ব্যাপক রদবদল হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিচালকের দায়িত্বে এসেছেন মোহাম্মদ হাফিজ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আমিরকে জাতীয় দলে ফিরতে ফোন করেছিলেন তিনি। কিন্তু হাফিজের প্রস্তাবে সরাসরি না করে দিয়েছেন আমির।
এ প্রসঙ্গে হাফিজ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে আমিরকে দলে ফেরাতে ফোন করেছিলাম। কিন্তু জাতীয় দলের হয়ে আর কখনোই খেলতে চান না বলে আমাকে জানিয়েছে আমির। আপাতত বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগেই খেলতে চায় ও। ইমাদ ওয়াসিমকেও ফোন করেছিলাম। সেও জানিয়েছে আর খেলতে চায় না।'
পাকিস্তানের হয়ে ৬১টি ওয়ানডে, ৫০টি টি-টোয়েন্টি ও ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছেন মোহাম্মদ আমির। টেস্টে আমিরের উইকেট ১১৯টি। একদিনের ক্রিকেটে ৮১টি ও টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট নিয়েছেন আমির। ২০২০ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন আমির। স্ত্রী ব্রিটিশ আইনজীবী হওয়ায় আগামী বছরই তার যুক্তরাজ্যের নাগরিকত্ব মিলবে। তাই তখন হয়তো আইপিএলে দেখা যেতে পারে আমিরকে।
সূত্রঃ সময় টিভি অনলাইন