আগামী বছর টিটোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে জায়গা পাবে মাত্র দুটি দেশ। নামিবিয়া এরই মধ্যে নিশ্চিত করেছে একটি। বাকি থাকা জায়গাটা নিজেদের করে নিতে প্রয়োজন আজ রুয়ান্ডার সঙ্গে ম্যাচে জয়।
আর এমনটা হলে কপাল পুড়বে জিম্বাবুয়ের। রবিবার জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল উগান্ডা। তাতেই বিশ্বকাপে অংশ নেয়ার সম্ভাবনা উন্মুক্ত হয় পূর্ব আফ্রিকার ‘ক্রেন’দের সামনে।
সাত দেশের এ বাছাই পর্বে প্রত্যেকের বাকি আছে একটি করে ম্যাচ। ৫ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১০ পয়েন্ট নামিবিয়ার। তারা অংশ নেবে আগামী টিটেোয়েন্টি বিশ্বকাপে।
নিজেদের পঞ্চম ম্যাচে কেনিয়াকে হারিয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট উগান্ডার। নামিবিয়ার পর উগান্ডার কাছে হেরে মূল্যবান দুই পয়েন্ট খোঁয়ায় জিম্বাবুয়ে। আজ নাইজেরিয়াকে ৬ উইকেটে হারানোর পর ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।
কাল পয়েন্ট টেবিলের তলানীতে থাকা রুয়ান্ডার বিপক্ষে জয় পেলেই জিম্বাবুয়েকে পিছনে ফেলে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে উগান্ডা। জিম্বাবুয়ে কেনিয়াকে হারালেও তখন দুই পয়েন্টে পিছিয়ে থেকে বাদ পড়তে হবে সিকান্দার রাজাদের।