বিশ্বকাপ চলাকালে ক্রিকেটারকে মেরেছেন হাথুরুসিংহে

ক্রিকেট দুনিয়া November 29, 2023 520
বিশ্বকাপ চলাকালে ক্রিকেটারকে মেরেছেন হাথুরুসিংহে

বিশ্বকাপের ব্যর্থ অভিযান শেষে টাইগাররা ঘরের মাঠে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। আজ চলছে দুই দলের সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা। কিন্তু এসবের মাঝেই নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্বকাপে টাইগারদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ঘটনা নিয়ে। গণমাধ্যমের তথ্যমতে, বিশ্বকাপে এক টাইগার ক্রিকেটারকে মেরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ন্যাক্কারজনক এমন ঘটনা ঘটেছিল সেদিনই। সে ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা এক ক্রিকেটারকে পানি নিয়ে মাঠে যেতে বলেন হাথুরু। সব কিছু গুছিয়ে পানি নিয়ে মাঠে যেতে সেই ক্রিকেটারের ৩০ সেকেন্ড দেরি হয়। এ কারণেই সেদিন সেই ক্রিকেটারকে চড় মারেন হাথুরু। দেশের প্রথম শ্রেণীর একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


হাথুরুর এমন ব্যবহারে সেদিন সেই ক্রিকেটার কান্নায় ভেঙে পড়েছিলেন বলেও জানানো হয়েছে সেই প্রতিবেদনে। এদিকে প্রধান কোচের এমন ব্যবহারের প্রতিবাদ জানিয়েছিলেন দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাচ শেষে ক্রিকেটাররাও এ ঘটনা জানতে পারেন। এদিকে গায়ে হাত তোলায় সেই ক্রিকেটার উত্তেজিত হলে দুই সিনিয়র ক্রিকেটার তাকে শান্ত করেন। বোর্ড প্রেসিডেন্টকে জানাবেন বলেও আশ্বস্ত করেন তাকে- টেলিভিশন চ্যানেলে প্রকাশিত সেই প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


এদিকে বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে বোর্ড সভাপতি সহ আরও কয়েকজন পরিচালক কলকাতায় গেলে সেখানে নাজুমুল হোসেন পাপনকে এ ঘটনার কথা জানানো হয়। আর জানতে পেরে বিসিবি সভাপতি হাথুরুকে নিজেকে আচরণ শুধরে নেয়ার কথাও জানান বলে জানানো হয়েছে সেই প্রতিবেদনে।


এদিকে সেই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিসিবির এক পরিচালক এমন ঘটনার সত্যতা স্বীকার করলেও অনেকেই এমন ঘটনা ঘটেনি বলে দাবী করেছেন। এদিকে নিউজিল্যান্ড সফরে দলে অনাকাঙ্ক্ষিত অবস্থা এড়াতেই নাকি হাথুরুর দ্বারা লাঞ্চিত হওয়া সেই ক্রিকেটারকে দলে রাখা হয়নি বলে জানা গেছে সেই প্রতিবেদন থেকে।


সূত্রঃ খেলা যোগ