অবশেষে আজম খানের জরিমানা মওকুফ করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 29, 2023 464
অবশেষে আজম খানের জরিমানা মওকুফ করলো পাকিস্তান

ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে শাস্তির মুখোমুখি হয়েছিলেন আজম খান। জরিমানা করা হয় তাকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে ব্যপক সমালোচনা শুরু হয় ক্রিকেট পাড়াতে। ফলে বাধ্য হয়ে শেষ পর্যন্ত আজম খানের জরিমানা মওকুফ করলো পিসিবি।


পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের একটি ম্যাচে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সমর্থন দিতে ব্যাটে ফিলিস্তিনের পতাকা সম্বলিত স্টিকার লাগিয়ে মাঠে নামেন আজম খান। এই ঘটনায় তাকে বড় অঙ্কের জরিমানা করেছিল পিসিবি। ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছিল।


সমগ্র বিশ্ব যখন কথা বলছে ফিলিস্তিনের পক্ষে। সমর্থন ও সাহসীতা দিয়ে পাশে দাঁড়াচ্ছে নির্যাতিত-নিপিড়ীত মানুষদের নিয়ে। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন আচরণ ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ফলে আজম খানের জরিমানা মওকুফ করে দিল পাকিস্তান।


যদিও পিসিবির কিছু করার ছিলো না। বিষয়টি আইসিসির আইনশৃঙ্খলা বহির্ভূত হওয়ায় এই শাস্তি দেন ম্যাচ রেফারি। এখন অবশ্য জরিমানা মাফ করে মৌখিক সতর্কতা দেয়া হয়েছে আজমকে। সামনের ম্যাচে যদি স্টিকার লাগিয়ে খেলতে নামেন, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।


সূত্রঃ নয়া দিগন্ত অনলাইন