বিশ্বকাপে বাংলাদেশ দল যখন সব দিক থেকে ব্যর্থ ঠিক তখনই এক অঘটন করে বসলো কোচ হাথুরুসিংহে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ চলাকালীন সময়ে এক ক্রিকেটারকে হাথুরুসিংহে মাঠে পানি নিয়ে যেতে বলে। মাঠে পানি নিতে মাত্র দেরি হয় সে ক্রিকেটারের ৩০ সেকেন্ড। এতে ক্ষিপ্ত হয়ে যান হাতুরা সিংহ। সেই ক্রিকেটারের গালে চড় মেরে বসে হাথুরুসিংহে।
সে সময় অন্যান্য প্লেয়ার এবং কোচ অ্যালান ডোনাল্ড উপস্থিত ছিলেন। ডোনাল্ড তাকে চার্জ করেন কেন তিনি এই কাজটা করলেন। এই প্লেয়ার যখন কান্না করছিল তখন ডোনাল্ড নিকলি বলে ওঠেন কি করলেন আপনি। দুই সিনিয়র তখন পরবর্তীতে ওই ক্রিকেটারকে বুঝান এবং বলেন তারা বোর্ড প্রেসিডেন্ট কে ব্যাপারটি জানাবেন।
তারপর তিনি কলকাতার তাজ হোটেলে উপস্থিত হয় নাজমুল হাসান পাপন এবং তিনি হাথুরাসিংহকে শাসিয়ে বলেন তার আচরণ ঠিক করার জন্য। সে ঘটনার পর টিমের স্পিরিট যেভাবে হোঁচট খায় তার প্রতিফলন বিশ্বকাপে সবাই দেখতে পেয়েছে। বিসিবির পরিচালকদের সাথে যোগাযোগ করা হলে এড়িয়ে গিয়েছে তারা।
তাদের মধ্যের দুজন পরিচালক বিষয়টি সম্পর্কে অবগত হয়েছিলেন বলে স্বীকার করেছেন। অতীতের সেই অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সেই ক্রিকেটারকে নিউজিল্যান্ডের বিপক্ষে বর্তমান সিরিজে স্কোয়াডেই রাখা হয়নি। এসব নিয়ে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে চাপা অসন্তোষ বিরাজ করছে।
তথ্যঃ খেলাযোগ, একাত্তর টিভি