২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া

ক্রিকেট দুনিয়া November 28, 2023 540
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া

তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে নামিবিয়া। মঙ্গলবার (২৮ নভেম্বর) তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের প্রথম দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে তারা। বাছাইপর্বে এখন পর্যন্ত নিজেদের সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে নামিবিয়া।


টসে হেরে ব্যাটিংয়ে নেমে তানজানিয়ার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে নামিবিয়া। জেজে স্মিট ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। জেন গ্রিনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৮ রান। তানজানিয়ার অফ স্পিনার আখিল অনীল ২২ রানে নেন ২ উইকেট।


১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯৯ রানেই থেমে যায় তানজানিয়ার ইনিংস। দলের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায় ৬ উইকেট হারিয়েও লড়াই করতে পারেনি তারা। নামিবিয়ার এরাসমাস ১৭ রানে শিকার করেন দুই উইকেট।


উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল নামিবিয়া।


সূত্রঃ চ্যানেল ২৪