দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। গাজী টিভি ও টি স্পোর্টস সরাসরি ম্যাচটি দেখাচ্ছে।
কিউইদের বিপক্ষে বাংলাদেশ তাদের স্কোয়াড সাজিয়েছে তিন স্পিনার ও এক পেসার নিয়ে। টাইগাররা তাদের শক্তি বাড়িয়েছে ব্যাটিংয়ে। সেই লক্ষ্যে বাংলাদেশের ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ব্যাটার শাহাদাত হোসেন দিপুর।
শাহাদত হোসেন দিপু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার। আজ বাংলাদেশের ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে তার অভিষেক হলো। অথচ একটা সময় অভিমানে ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। বিকেএসপির ট্রায়াল থেকে বাদ পড়ায় এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন দিপু।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলেছেন দিপু। এরপর থেকে তার ওপর নজর রাখে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পুরষ্কারটা পেলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে দিপু রান ২২ ম্যাচে প্রায় ৩৭ গড়ে করেছেন ১ হাজার ৩৮৩ রান। সর্বোচ্চ ইনিংস ১৫৯ রান। লিস্ট এ ক্রিকেটে ৩৬ ম্যাচে ইনিংসে ৩৭ গড়ে করেছেন ১ হাজার ১৫০ রান। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৩১ রান।
দিপুর ব্যাটিং টেকনিকে মুগ্ধ লোকাল কোচরা। মুগ্ধ হয়েছেন টাইগার ক্রিকেটার লিটন দাসও। তাই তো গতবছর বিসিএলে সেঞ্চুরি করা দিপুকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন লিটন। এবার হয়তো লিটনের অনুপস্থিতে বাংলাদেশের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পেলেন দিপু।
শাহাদাত হোসেন দিপুর গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ার হাবিলা সদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে। পরিবার চট্টগ্রামে বসবাস করছেন দীর্ঘ ৩৮ বছর ধরে। তবে মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারান। কিন্তু বড় ভাই আর মায়ের অনুপ্রেরণা ও পাড়ার বড় ভাইদের নানা সহায়তা নিয়ে একটু একটু করে এগিয়ে আজকের বিশ্বজয়ী শাহদাত।
সূত্রঃ চ্যানেল ২৪