প্রথম টেস্টে সিলেটে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে ওপেনার হিসেবে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ব্যাডপ্যাচের মধ্যদিয়ে যাচ্ছেন এ ব্যাটার।
সদ্যসমাপ্ত জাতীয় লিগে তার ব্যাটে রান ছিল না। তারপরও প্রথম টেস্টে তার ওপরই ভরসা রাখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে জয়ের সঙ্গী জাকির হাসান। দেশের হয়ে এখন পর্যন্ত খেলা তিন টেস্টে নিজেকে প্রমাণ করেছেন জাকির। ৪৩ গড়ে এক সেঞ্চুরি আর দুই ফিফটিতে তার রান ২৫৮।
তিন নম্বর পজিশনে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ ভালো না গেলেও চলতি বছর বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চার নম্বরে অভিজ্ঞ মুমিনুল হক। সাবেক এ টেস্ট অধিনায়ক জ্বলে উঠলে বোলাররা পাবে লড়াইয়ের পুঁজি। পাঁচে নিশ্চিত মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৮৭তম টেস্ট ম্যাচ খেলার অপেক্ষায় মিস্টার ডিপেন্ডেবল।
সবশেষ জাতীয় লিগে দারুণ পারফরম্যান্সের সুবাধে ছয় নম্বরে থাকবেন নুরুল হাসান সোহান। টেস্টে মুশফিকুর রহিম উইকেটকিপিং না করায় লিটন দাসের অনুপস্থিতিতে একাদশে তার জায়গা একপ্রকার নিশ্চিত। সাত নম্বরে নিশ্চিত নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আট নম্বরে থাকবেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। সাদা বলে অনিয়মিত হলেও লাল বলে দেশের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন এ বোলার।
এদিকে, অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদের তুলনায় এগিয়ে আছেন নাঈম হাসান। সবশেষ জাতীয় লিগে ৩৬ উইকেট নেয়া নাঈমের সম্ভাবনা বেশি প্রথম টেস্টের একাদশে। দলে থাকবেন দুই পেসার।
এ ম্যাচে অভিষেক হতে পারে হাসান মাহমুদের। জাতীয় লিগে এক ইনিংসে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি। আর একজন শরিফুল ইসলাম। সাম্প্রতিক পারফরম্যান্সে বাঁহাতি এ পেসারের জায়গা প্রায় নিশ্চিত।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
সূত্রঃ সময় টিভি অনলাইন