ব্যাটে ফিলিস্তিনি স্টিকার লাগানোয় আজম খানকে জরিমানা

ক্রিকেট দুনিয়া November 27, 2023 1,416
ব্যাটে ফিলিস্তিনি স্টিকার লাগানোয় আজম খানকে জরিমানা

ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগিয়ে জরিমানার কবলে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটার আজম খান। রোববার দেশটির একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান জাতীয় টি-২০ কাপে লাহোর ব্লুজ ও করাচি হোয়াইটসের মধ্যকার ম্যাচ চলছিল। ওই ম্যাচে ব্যাট করার সময় ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগান আজম খান। এর কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় তাকে।


পোশাক ও সরঞ্জামের নিয়ম লঙ্ঘন এবং রাজনৈতিক বার্তা প্রদর্শনের জন্য আজম খানকে জরিমানা করা হয়েছে বলেও জানানো হয়।


সূত্র বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড করাচি হোয়াইটসের মিডল অর্ডার ব্যাটসম্যান আজম খান এরূপ স্টিকার ব্যবহার করতে থাকলে তাকে সাসপেনশনের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।


জিও নিউজ এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলেছে, এর আগেও এমন ব্যাট নিয়ে মাঠে নামতে আজম খানকে বারণ করা হয়েছিল। কারণ এটা আইসিসির আচরণবিধি লঙ্ঘন করছে। এমনকি তার সব ব্যাটেই এমন স্টিকার রয়েছে।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধীনে জাতীয় টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্ট করাচিতে অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৮টি দল অংশ নিয়েছে।