বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলবেন তামিম

ক্রিকেট দুনিয়া November 27, 2023 1,247
বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলবেন তামিম

নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে আলোচনা করেছেন সাবেক এই অধিনায়ক। বৈঠক শেষে পাপন গণমাধ্যমে কথা বললেও, তামিম নিশ্চুপ ছিলেন। এবার জানা গেল, বিসিবির সঙ্গে আজকের আলোচনা নিয়ে বিকাল ৫ টায় গণমাধ্যমে কথা বলবেন তামিম।


আজ বেলা বারোটায় পাপনের গুলশানস্থ বাসভবনে প্রবেশ করেন তামিম। এরপর ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে চলে তামিম-পাপনের রুদ্ধদ্বার বৈঠক। পাপনের বাসভবন থেকে বেলা দেড়টার কিছুক্ষণ পরই বের হয়ে যান তামিম। তখন গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিজ্ঞ ওপেনার।


তামিম কথা না বললেও কথা বলেছেন পাপন। জানিয়েছেন কবে নাগাদ মাঠে ফিরবেন তামিম। বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’


সূত্রঃ ঢাকা পোস্ট