সিরিজের আগে শান্তকে ফোন করে যা বললেন সাকিব

ক্রিকেট দুনিয়া November 27, 2023 1,280
সিরিজের আগে শান্তকে ফোন করে যা বললেন সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নেই অধিনায়ক সাকিব আল হাসান। মাঠের ক্রিকেটে সাকিব এই মুহুর্তে না থাকলেও, ব্যস্ত সময় পার করছেন। আগামী সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে প্রতিদ্বন্ধিতা করবেন তিনি। ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে গতকাল মনোনোয়নও পেয়েছেন তিনি। এর মধ্যেও জাতীয় দলের খোঁজ নিয়েছেন সাকিব।


বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলের চোটে পড়েন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগেই দেশে ফিরেন তিনি। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে আগামীকাল থেকে ফের ২২ গজে নামছে টাইগাররা।


সিলেটে সোমবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘সাকিব ভাইকে আমরা অবশ্যই মিস করবো। প্রত্যেক খেলোয়াড়ই মিস করবে। উনি গতকালকে ফোন করেছিলেন রাতে। তার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন। বলেছেন, আমরা যেই জিনিসটা পারি ওই জিনিসটাই যেন করি। এই তো…এরকমই কথা হয়েছে। ’


শান্ত বলেন, ‘আমি একদম অনেক নতুন দল বলবো না। কিন্তু অভিজ্ঞতা কম। অবশ্যই এটা একটা না একটা সময় হবেই। বাংলাদেশ ক্রিকেটে যারা এতদিন খেলেছে সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই এখনও খেলছে। একটা সময় উনারা খেলবেন না। ’


‘এটাই একটা সময় আমি মনে করি। এটা একটা সুযোগ যে আমরা যারা তরুণ ক্রিকেটার বা নতুন দলে এসেছে তাদের জন্য একটা সুযোগ। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত এবং প্রত্যেক খেলোয়াড় তার জন্য প্রস্তুত। এই সুযোগটা কীভাবে কাজে লাগাবে সেটার জন্য তারা পরিকল্পনা করছে। ’


সূত্রঃ ডেইলি ক্রিকেট