আইপিএলে দল হারালেন যেসব তারকা ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া November 26, 2023 3,460
আইপিএলে দল হারালেন যেসব তারকা ক্রিকেটার

২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছিল আইপিএল কর্তৃপক্ষ। সেই নিয়ম অনুযায়ী আজ রোববারের মধ্যে খেলোয়াড়ের তালিকা জমা দিয়েছে দলগুলো।


১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৮৯জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ৩ জন বাংলাদেশি। সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাছড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানকও আছেন এই তালিকায়।


ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা-


চেন্নাই সুপার কিংস- আম্বতি রাইডু, বেন স্টোকস, সিসান্ডা মাগালা, কাইল জেমিসন, ডোয়াইন প্রিটোরিয়াস, আকাশ সিং, সুভ্রান্সু সেনাপতি, ভগবত ভার্মা।


দিল্লি ক্যাপিটালস- রাইলি রুশো, রভমান পাওয়েল, মুস্তাফিজুর রহমান, ফিল সল্ট, চেতন সাকারিয়া, মানিশ পান্ডে, সরফরাজ খান, আমান খান, কমলেশ নাগারকোটি, রিপাল প্যাটেল, প্রিয়াম গর্গ।


রাজস্থান রয়্যালস- জেসন হোল্ডার, ওবেদ ম্যাকয়, জো রুট, কুলদিপ যাদব, মুরুগান অশ্বিন, আকাশ ভাসিস্ত, কেএম আসিফ, কেসি কারিয়াপ্পা।


পাঞ্জাব কিংস- ভানুকা রাজাপাকশে, শাহরুখ খান, মোহিত রাতে, রাজ বাওয়া, বালতেজ ধান্দা।


কলকাতা নাইট রাইডার্স- সাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড ভিসে, লোকি ফার্গুসন, টিম সাউদি, জনসন চার্লস, শার্দুল ঠাকুর, মানদীপ সিং, নারায়ণ জগদিশান, উমেশ যাদব, কুলওয়ান্ত কেজরলিয়া, আরিয়া দেসাই।


সানরাইজার্স হায়দরাবাদ- হ্যারি ব্রুক, কার্তিক তেয়াগি, আকিল হোসেইন, আদিল রশিদ, ভিভ্রান্ত শর্মা, সামার্থ ভায়াস।


লক্ষ্ণৌ সুপার জায়ান্টস- ড্যানিয়েল শামস, করুন নায়ার, জয়দেব উনাদকাদ, মানান ভোহরা, কারান শর্মা, স্বপ্নীল সিং, আর্পিত গুলেরিয়া, সুরিয়ানস সেদগে।


গুজরাট টাইটান্স- ইয়াশ দায়াল, শ্রীকর ভারত, শিভম মাবি, উরভিল প্যাটেল, ওডিন স্মিথ, আলজারি জোসেফ, দাসুন শানাকা, প্রদীপ সাংওয়ান।


মুম্বাই ইন্ডিয়ান্স- জোফরা আর্চার, ট্রিস্টান স্টাবস, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথ, ক্রিস জর্দান, ডুয়ান ইয়ানসেন, হৃতিক শোখেন, রামানদীপ সিং, সান্দীপ ওয়ারিয়ের, আরশাদ খান, রাগাভ গোয়েল।


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- জশ হ্যাজলউড, হার্শাল প্যাটেল, ভানিন্দু হাসারাঙ্গা, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ওয়েইন পারনেল, সিদ্ধার্থ কৌল, আভিনাশ সিং, কেদার যাদব, সনু যাদব।


সূত্রঃ ঢাকা পোস্ট