এবার বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল

ক্রিকেট দুনিয়া November 24, 2023 1,564
এবার বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আগামী জানুয়ারিতে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন তারকা এই অলরাউন্ডার।


বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। তার সঙ্গে দলটির হয়ে খেলতে আসবেন নিউজিল্যান্ডের বাঁহাতি তারকা পেসার ট্রেন্ট বোল্ট। তবে এ দুই ক্রিকেটারকে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না।


মূলত পাকিস্তানি দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরকে পুরো আসরের জন্য পাবে না বরিশাল। তাদের পরিবর্তে দলটি সাইন করাবে এই দুই ক্রিকেটারকে। এই তথ্য ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান নিশ্চিত করেছেন।


ফরচুন বরিশালের কর্ণধার আরও বলেন, এদের পেমেন্ট করতে গেলে তো আমাদের জটিলতা থাকবেই। আমার ধারণা বিসিবি একটা রাস্তা বের করবে।


বিপিএলের শুরু থেকে ডিআরএস থাকায় এবার আম্পায়ারিং ইস্যু নিয়ে বিতর্ক কম হবে বলে বিশ্বাস দলগুলোর। তবে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো বিপিএলে উন্নত ব্রডকাস্টের দাবি ফরচুন বরিশালের।


সূত্রঃ অনলাইন