তামিমের দলে ফেরার বিষয়ে যা বললো বিসিবি

ক্রিকেট দুনিয়া November 18, 2023 783
তামিমের দলে ফেরার বিষয়ে যা বললো বিসিবি

অনেক নাটকীয়তার পর অভিজ্ঞ এই ওপেনার চেয়েছিলেন, সুস্থ হয়ে বিশ্বকাপে খেলবেন। তবে সেটি নিয়ে আবার নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তাতে বিশ্বকাপ দলে ছিলেন না তামিম।


আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও এই ওপেনার খেলবেন না। তা ঠিক কবে ফিরবেন তামিম? এ নিয়ে ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের।


তামিমের পরিকল্পনা জানতে আগামী ২২ নভেম্বর তাঁর সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন জালাল। সেদিনই তামিমের কাছে তাঁর ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হবে।


জালাল ইউনুস বলেছেন, ‘সে বলেছে ২২ নভেম্বর আসে আমাদের কমিটির সঙ্গে বসবে। তারপর তার কাছ থেকে জেনে অবস্থা বুঝতে পারব।’ তামিম কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এজন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে।


সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।’


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন