জোর করে পিচের ঘাস কাটিয়েছেন রোহিত শর্মারা

ক্রিকেট দুনিয়া November 15, 2023 4,984
জোর করে পিচের ঘাস কাটিয়েছেন রোহিত শর্মারা

ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে পিচ বিতর্ক। ইতোমধ্যে আগেই নির্ধারিত পিচ পরিবর্তন করে ভারতকে সুবিধা দিতে আলাদা ২২ গজ বাছাইয়ের অভিযোগ তুলেছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম। এবার জোর করে রোহিত শর্মারা ওই পিচের ঘাস কাটিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে। আর ঘাস কাটার কারণে পিচ কিছুটা স্লো বা মন্থর হতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে অধিক সহায়তা পেতে পারেন স্পিনাররা।


সংবাদমাধ্যমটি বলছে, বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের ৯টি আলাদা স্টেডিয়ামের পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ভারতীয় দল দারুণভাবে মানিয়ে নিয়েছিল। ব্যাটিং পিচেও ভারতীয় বোলাররা উইকেট তোলেন ধারাবাহিকভাবে। তবে সাম্প্রতিক সময়ে রোহিত শর্মারা তুলনায় স্লো পিচে ভালো ক্রিকেট খেলেছেন বলেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনুরোধ গিয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের কিউরেটরের কাছে। তা মেনে মন্থর উইকেট বানানো হয়েছে।


বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের সঙ্গে শেষ ম্যাচ খেলেছিল ভারত। এরপর রোহিত-কোহলিরা মুম্বাইয়ে পৌঁছানোর আগেই বিশেষ বার্তা পাঠানো হয় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এমসিএ)। যা নিয়ে এমসিএ’র একটি সূত্র জানিয়েছেন, ‘ঘূর্ণি পিচ নয়, তবে ভারতীয় দল তুলনামূলক স্লো পিচ চেয়েছে। সেই কারণেই আমরা পিচ থেকে ঘাস ছেঁটে ফেলেছি।’


সূত্রঃ ঢাকা পোস্ট