বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কোন দল যাবে ফাইনালে?

ক্রিকেট দুনিয়া November 15, 2023 1,381
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কোন দল যাবে ফাইনালে?

ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এদিন মুম্বাইয়ে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাই খুবই কম।


তবে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বুধ কিংবা বৃহস্পতিবারের ম্যাচে যদি বৃষ্টি হানা দেয় এবং ম্যাচ শেষ করা না যায় তাহলে পরদিন অর্থাৎ যথাক্রমে বৃহস্পতি ও শুক্রবার রিজার্ভ ডেতে হবে ম্যাচ।


যদি বৃষ্টির কারণে কয়েক ওভার খেলা হয়ে আর বল মাঠে না গড়ায় তাহলে দিনের খেলা যেখানে শেষ হবে পরদিন সেখান থেকে শুরু হবে ম্যাচ। যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তেও দুই দল অন্তত ২০ ওভার করে ব্যাটিং করতে না পারে, তাহলে ম্যাচ পরিত্যক্ত হবে।


আর ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে থেকে শেষ করা দল ফাইনালে চলে যাবে। অর্থাৎ ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ভারত চলে যাবে ফাইনালে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রোটিয়ারা খেলবে ফাইনাল।


সূত্রঃ সমকাল অনলাইন