গ্রুপপর্ব শেষে কারা কত ছক্কা হাঁকালো দেখে নিন

ক্রিকেট দুনিয়া November 13, 2023 836
গ্রুপপর্ব শেষে কারা কত ছক্কা হাঁকালো দেখে নিন

এত পরিমাণ রানের দেখা আর কোনো বিশ্বকাপে দেখা যায়নি। সেঞ্চুরির সংখ্যা অন্যান্য আসর থেকে ছাড়িয়েছে অনেক আগেই। ওভার বাউন্ডারি বা ছক্কার সংখ্যাও কম হয়নি। বড় দলগুলোর প্রতি ম্যাচে ছক্কার সংখ্যাও বেশি। ছক্কা হাঁকিয়ে সবার থেকে এগিয়ে সাউথ আফ্রিকা।


একনজরে দেখে নেয়া যাক গ্রুপপর্ব শেষে কারা কত ছক্কা হাঁকালোঃ


এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে সাউথ আফ্রিকা। গ্রুপপর্ব শেষে দলটির ছক্কার সংখ্যা প্রায় একশ’র কাছাকাছি। কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেনরা সবমিলিয়ে ৯১টি ছক্কা হাঁকিয়েছে।


ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের ছক্কার সংখ্যা ৮৫টি। এরপর আছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। দলটি গ্রুপপর্ব শেষে ৭১টি ছক্কা হাঁকিয়েছে।


তালিকার চতুর্থ আসনে আছে স্বাগতিক ভারত। তারা এ পর্যন্ত ৬৯টি ছক্কা মেরেছে। এরপরের জায়গাটি পাকিস্তানের দখলে। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি মেরেছে ৬৩টি।


সবচেয়ে কম ছক্কা মারার তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ এবং সবশেষে রয়েছে নেদারল্যান্ডসের নাম। এ দেশগুলো ছক্কার সংখ্যা যথাক্রমে ৪৫, ৪৫, ৪২, ৪১ এবং ৩১টি।


ছক্কা হজম করার দিকে নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তানের নাম সবার উপরে। সবচেয়ে কম হজম করেছে স্বাগতিক ভারত।


এবারের আসরে সবচেয়ে বেশি ছক্কা হজম করেছে নিউজিল্যান্ড। তারা সর্বোচ্চ ৭৭টি ছক্কা হজম করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের নাম। টিম টাইগার্স হজম করেছে ৭১টি।


তালিকার তৃতীয় স্থানে আছে পাকিস্তানের নাম। বাবর আজমের দল হজম করেছে ৭০টি। পরের অবস্থানটি আসরে সবচেয়ে কম ছক্কা মারা নেদারল্যান্ডসের, দলটি ৬৪টি ছক্কা হজম করেছে।


এরপর সাউথ আফ্রিকা ৬১টি, আফগানিস্তান ৫৫টি, ইংল্যান্ড ৫১টি। এছাড়া শ্রীলঙ্কা ৫০টি, অস্ট্রেলিয়া ৪৫টি এবং সবচেয়ে কম ভারত হজম করেছে মাত্র ২৭টি।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন