চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত হলো বাংলাদেশের

ক্রিকেট দুনিয়া November 12, 2023 684
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত হলো বাংলাদেশের

৪১০ রানের বিশাল সংগ্রহ গড়ার পর নেদারল্যান্ডসকে নিয়ে বোলিংয়েও রীতিমতো ছেলেখেলা করেছে রোহিত শর্মার দল। একাদশের ৯ জনই বোলিং করেছেন। ডাচরাও সেই সুবিধা খানিকটা কাজে লাগিয়েছে। ভারতের বিপক্ষে আড়াইশো রান করতে পারাটা তাদের জন্য স্বস্তিরই বটে! যদিও শেষ পর্যন্ত তারা হেরেছে ১৬০ রানের ব্যবধানে।


ভারতের এই জয়ে বাংলাদেশেরও লাভ হয়েছে! শেষ ম্যাচে ডাচদের হারে ৮ নম্বরে থেকে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষ করেছে বাংলাদেশ। তাতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করেছে টাইগাররা।


রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তুলেছে ভারত। দলের হয়ে অপরাজিত ১২৮ রান করেছেন শ্রেয়াস আইয়ার। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুলও।


জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান এসেছে তেজা নিদামানুরুর ব্যাট থেকে। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন বুমরাজ, সিরাজ, কুলদীপ ও জাদেজা।


সূত্রঃ ঢাকা পোস্ট