ম্যাথুজের ভাইয়ের কথার জবাব দিল গল টাইটান্স

ক্রিকেট দুনিয়া November 9, 2023 2,585
ম্যাথুজের ভাইয়ের কথার জবাব দিল গল টাইটান্স

টাইমড আউট' বিতর্ক এখনো ক্রিকেট বিশ্বে উত্তাপ ছড়াচ্ছে। সর্বশেষ এই বিতর্কে ঘি ঢেলেছেন ম্যাথুজের ভাই ট্রেভিন ম্যাথুজ। তাঁর দাবি, সাকিব আল হাসান যদি শ্রীলঙ্কায় খেলতে যান, তাহলে তাঁকে পাথর ছুঁড়ে মারবে সমর্থকরা। ম্যাথুজের ভাইয়ের এমন কথার পর বিবৃতি দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিবের দল গল টাইটান্স।


বিবৃতিতে গল টাইটান্স জানিয়েছে, 'দয়া করে মনে রাখবেন, একজন ব্যক্তির একটি কথা কখনোই পুরো দেশের মানুষের মতামতের প্রতিচ্ছবি হতে পারে না। একইভাবে, শ্রীলঙ্কানদের আররণ কখনোই এরকম না। আমাদের দেশের সমর্থকরা যেকোনো দেশের ক্রিকেটারকে যেকোনো সময় সুন্দরভাবে স্বাগত জানাতে পারে।'


আন্তর্জাতিক ক্রিকেট খেলতে অসংখ্যবার শ্রীলঙ্কায় গেছেন সাকিব। এ ছাড়াও এলপিএল খেলতে তো গেছেনই। বিশ্বকাপের আগে টুর্নামেন্টটির সর্বশেষ আসরে গল টাইটান্সের হয়ে খেলেছেন সাকিব। এমনিতে গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের প্রতিদ্বন্দ্বীতার ঝাঁঝ অন্য মাত্রা নিয়েছে।


তবু দুই দেশের ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটাররা একসঙ্গে নিয়মিত খেলছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)যেমন শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিক্য আছে। এলপিএলেও গতবার বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়াও বাংলাদেশের ঘরোয়া লিগে শ্রীলঙ্কান ক্রিকেটাররা নিয়মিত খেলেন।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন