সাকিবকে পাথর ছুড়ে মারার হুমকি দিলেন ম্যাথুসের ভাই

ক্রিকেট দুনিয়া November 8, 2023 768
সাকিবকে পাথর ছুড়ে মারার হুমকি দিলেন ম্যাথুসের ভাই

অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করেন সাকিব আল হাসান। যে কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। এবার ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে হুমকির ঘটনাও ঘটলো সাকিবকে কেন্দ্র করে!


ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলকে অ্যাঞ্জেলো ম্যাথুসের ছোট ভাই ট্রেভিন ম্যাথুস ওই ঘটনায় প্রতিশোধের কথা বলেছেন ।


শ্রীলংকার ক্লাব পর্যায়ে খেলা ট্রেভিন বলেছেন, আমরা ভীষণ হতাশ হয়েছি। বাংলাদেশ অধিনায়কের মাঝে কোনও ধরনের স্পোর্টসম্যান স্পিরিট নেই। ভদ্রলোকের খেলা ক্রিকেটে কোনো ধরনের মানবিকতা তিনি প্রদর্শন করেননি।


তার পর এভাবেই হুমকি দেন তিনি, সাকিবকে কখনো শ্রীলংকায় স্বাগত জানানো হবে না। সে যদি এখানে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা এলপিএল খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।


সূত্রঃ যুগান্তর অনলাইন