টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

ক্রিকেট দুনিয়া November 6, 2023 637
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ।


হেড কল করেছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস, পড়েছে টেলস। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ‘ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেটে’ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেন্ডিস বলেছেন, ব্যাটিং করতে কোনোই আপত্তি করতেন না তিনি। মোস্তাফিজুর রহমান ফিট নন বলে জানিয়েছেন সাকিব।


বাংলাদেশ একাদশঃ লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।