নিউজিল্যান্ডকে হারানোর পর জরিমানার কবলে পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 5, 2023 3,970
নিউজিল্যান্ডকে হারানোর পর জরিমানার কবলে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজমের দল সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখলেও খারাপ খবরও পেয়েছে একটা। স্লো ওভার রেটের জন্য জরিমানা হয়েছে পাকিস্তানের।


শনিবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের। চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় দফায় স্লো ওভার রেটের জন্য বাবর আজমের দলের জরিমানা করা হলো।


ম্যাচে আগে পাকিস্তান বোলিং করতে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার বল কম করেছিল। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৪০১ রান করে। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি বাবরের দল। ম্যাচ শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তান দলকে জরিমানা করেন।


আইসিসি কোড অব কন্ড্যাক্টের ২.২২ নম্বর ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার শাস্তি হিসেবে সেই দলের খেলোয়াড়দের ম্যাচ ফি'র ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবেই ২ ওভার পিছিয়ে থাকায় পাকিস্তানকে ১০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।


সূত্রঃ সময় টিভি অনলাইন