৮, ৭, ৬, ৭ ও ৫ বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন। আট দিয়ে শুরু করা রিয়াদ সাত, ছয় ও সাতের পর পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের মতো তারও ব্যাটিং অর্ডারে প্রমোশন হয়েছে। মুশফিক সুযোগ কাজে লাগাতে না পারলেও কাজে লাগিয়েছেন রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে ফিফটির দেখা পেয়েছেন তিনি।
বরাবরের মতো পাকিস্তানের বিপক্ষেও শুরুতে হতাশার গল্প লিখেছে টাইগার ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন রিয়াদ, অন্য ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে দায়িত্বশীল ব্যাটিং করেছেন তিনি। পুরো ইনিংসে পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ দেননি অভিজ্ঞ এই ব্যাটার। হারিস রউফ-ওয়াসিম জুনিয়রদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি।
দলীয় ২৩ রানের মধ্যে তানজি হাসান তামিম ০ (৫), নাজমুল হোসেন শান্ত ৪ (৩) ও মুশফিকুর রহিম ৫ (৮) এর পর ওপেনিং ব্যাটার লিটনকে নিয়ে ইনিংস মেরামতের দিকে নজর দিয়েছেন রিয়াদ। দুজনে মিলে গড়েছেন ৭৯ রানের জুটি। লিটন ৪৫ রান করে ইফতিখারের বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙ্গে সেই জুটি। টাইগার ওপেনার ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরলেও রিয়াদ পেয়েছেন অর্ধশতকের দেখা।
প্রতিবেদন লেখা পর্যন্ত, ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান। রিয়াদ আফ্রিদির বলে ফিরেছেন ৫৬ রানে , ১৪ রানে ব্যাট করছেন সাকিব ।