তামিমকে নিয়ে প্রশ্ন করায় হাথুরুসিংহে বললেন ‘অদ্ভুত’

ক্রিকেট দুনিয়া October 6, 2023 3,087
তামিমকে নিয়ে প্রশ্ন করায় হাথুরুসিংহে বললেন ‘অদ্ভুত’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পূর্বে সম্মেলনে হাজির হলেন চন্ডিকা হাথুরুসিংহে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কোচের কাছে জানতে চাওয়া হয় তামিম ইকবাল না থাকায় স্বস্তি কি না। সাংবাদিকদের এমন প্রশ্ন অদ্ভুত ঠেকেছে টাইগার হেড কোচের কাছে।


আগামীকাল (শনিবার) ধর্মশালায় আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের। আফগান পেসার ফজল হক ফারুকীর বিপক্ষে চারবারের দেখায় সব কবারই আউট হয়েছেন তামিম ইকবাল। এবার তামিম না থাকায় একটু স্বস্তিই পাবে বাংলাদেশ?


জবাবে হাথুরু বলেন, ‘অদ্ভূত প্রশ্ন। আপনি এমন একজনের ব্যাপারে জানতে চেয়েছেন যে এখানে নেই। আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেবো। ফারুকী ভালো বোলার। আফগানিস্তানের জন্য কয়েক বছর ধরে ভালো করছে। যে তাকে খেলবে, তার প্রতি সম্মান থাকবেই।’


তামিমের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম। আফগানিস্তানের বিপক্ষে তামিম খেলবেন কি না এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমাদের দুটি বিকল্প আছে আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে আর কারা উদ্বোধনী ব্যাটিং করবে সিদ্ধান্ত নেব।’


উল্লেখ্য, বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। পরে এক ভিডিও বার্তায় সাবেক এই অধিনায়ক খোলাসা করেন, আফগানিস্তানের বিপক্ষে পরের দিকে ব্যাট করতে বলা হয়েছিল তাকে। তামিমকে পরের দিকে ব্যাট করাতে বলার পেছনে মূল কারণ আফগানিস্তানের শুরুর দিকের পেসার ফজল হক ফারুকির বিপক্ষে তার বাজে পরিসংখ্যান।


সূত্রঃ ঢাকা পোস্ট