মাঠে নামার আগে র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া October 6, 2023 3,321
মাঠে নামার আগে র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেলো বাংলাদেশ

নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে শীর্ষস্থানে আছে আয়োজক দেশ ভারত। তবে আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় এক ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে বাংলাদেশ।


ওয়ানডে সুপার লিগের টেবিলে তিন নম্বরে থেকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর দিনই আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেয়েছে সাকিব আল হাসানের দল।


দীর্ঘদিন ধরে সাত নম্বরে থাকা বাংলাদেশের স্থান দখল করেছে সবশেষ এশিয়া কাপের রানার্সআপ শ্রীলঙ্কা। বাংলাদেশ ও লঙ্কানদের র‍্যাটিং ৯২। তবে পয়েন্টের হিসেবে লঙ্কানরা স্থান পেয়েছে বাংলাদেশের উপরে।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঘোষিত আইসিসির র‍্যাঙ্কিয়ে দুই নম্বরে রয়েছে পাকিস্তান, তিনে অস্ট্রেলিয়া, চারে সাউথ আফ্রিকা, পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড ও ছয়ে নিউজিল্যান্ড। এছাড়া র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছে আফগানিস্তান, দশে ওয়েস্ট ইন্ডিজ ও এগারোতম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।


সূত্রঃ যমুনা টিভি অনলাইন