ভাড়া করা নারী দর্শক দিয়ে গ্যালারি ভরাচ্ছে ভারত

ক্রিকেট দুনিয়া October 5, 2023 367
ভাড়া করা নারী দর্শক দিয়ে গ্যালারি ভরাচ্ছে ভারত

আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। লাখের উপর দর্শক ধারণ ক্ষমতার গ্যালারির টিকিটের বড় একটা অংশ অবিক্রীত।


বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে গ্যালারি ভরতে তাই ৩০-৪০ হাজার নারীকে টাকা দিয়ে আনছে কর্তৃপক্ষ। এতে মূল সাহায্য করছে ক্ষমতাসীন দল বিজেপির নেতা কর্মীরা।


ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ওয়ার্ড পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকার নারী দর্শকদের তালিকা করেছে আগেই। যাদেরকে ফ্রিতে ম্যাচ টিকিট দেওয়ার পাশাপাশি দুপুরের খাবার ও চায়ের টোকেনও দেওয়া হচ্ছে।


বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্থার এক সদস্য সংবাদ মাধ্যমকে বলেন, 'অন্যরা খেলা দেখানোর জন্য স্কুলের বাচ্চাদের নিয়ে আসে। তাতে গ্যালারি ভরার পাশাপাশি একটা উৎসবের আমেজ থাকে। পার্থক্য একটাই, আমরা নারী দর্শকদের নিয়ে আসব।’


তবে ক্রিকেট প্রেমী ভারতের দর্শকরা নিজেদের ম্যাচে ভিন্ন চিত্র দেখান। টিকিটের জন্য থাকে হাহাকার। বিশ্বের যেকোন মাঠেই থাকে তাদের দাপট। এবার নিজেদের মাঠেতো এই উন্মাদনা আরও বেশি দেখা যাবে।


সূত্রঃ ডেইলি ক্রিকেট