বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান ও উইকেট যাদের

ক্রিকেট দুনিয়া October 4, 2023 319
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান ও উইকেট যাদের

বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ। ১০ দলের দেড় শতাধিক ক্রিকেটার খেলবে একই লক্ষ্যে, একটাই উদ্দেশ্যে। সবাই চায় বিশ্বকাপ শিরোপায় চুমু আঁকতে। আছে ব্যক্তিগত লক্ষ্যও, সবার মনেই ভালো করার প্রত্যয়। এখানে ভালো করলে যে গোটা বিশ্বে পরিচিত হওয়া যায়।


প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা বাংলাদেশের তরুণ ব্যাটার তানজিদ তামিমের লক্ষ্য সেরা রান সংগ্রাহকদের তালিকায় থাকা। তেমনি সুপ্ত বাসনা আছে সবার মনেই। কেউ মাঠে নামবে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে, কেউ সেরা বোলার। চলুন তবে দেখে আসি বিশ্বকাপ ইতিহাসেই ব্যাটে-বলে সেরা কারা।


ব্যাট হাতে একক দাপট ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। শচীন তার ২৩ বছরের ক্যারিয়ারে বিশ্বকাপ খেলেছেন পাঁচটি। যেখানে মোট ৪৪টি ইনিংসে তার সংগ্রহ ৫৬ দশমিক ৯৫ গড়ে দুই হাজার ২৭৮ রান। একমাত্র ক্রিকেটার, যার বিশ্বকাপে রান সংখ্যা দুই হাজারের ওপরে।


অস্ট্রেলিয়াকে দু'বার বিশ্বকাপ জেতানো অধিনায়ক রিকি পন্টিং আছেন দু'য়ে। ৪২ ইনিংসে ৪৫ দশমিক ৮৭ গড়ে করেছেন এক হাজার ৭৪৩ রান। আধুনিক ক্রিকেটের রূপকার কুমার সাঙ্গাকারা আছেন তিনে, ৩৫ ইনিংসে তার রান সংখ্যা এক হাজার ৫৩২।


চারে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারার সংগ্রহ ৩৩ ইনিংসে এক হাজার ২২৫ রান। আর নান্দনিক ব্যাটিংয়ে নজর কাড়া এবিডি ভিলিয়ার্স আছেন তালিকায় পাঁচে, ২২ ইনিংসে করেছেন এক হাজার ২০৭ রান।


বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার গ্ল্যান ম্যাকগ্রার। ৩৯ ইনিংসে ৭১ উইকেট তার দখলে। দলকে জিতিয়েছেন একাধিকবার বিশ্বকাপ শিরোপাও। দু'য়ে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৩৯ ইনিংসে ৬৮ উইকেট তার।


মুরালিধরনের স্বদেশী লাসিথ মালিঙ্গা আছেন তিনে। ২৯ ইনিংসে ৫৬ উইকেট তার। ৫৫ উইকেট নিয়ে চারে আছেন পাকিস্তানি বোলার ওয়াসিম আকরাম। পাঁচে আছেন তালিকার একমাত্র এক্টিভ খেলোয়াড় মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এই পেসারের উইকেট সংখ্যা ১৮ ইনিংসে ৪৯।


সূত্রঃ নয়াদিগন্ত অনলাইন