বিশ্বের কোথাও এমন ক্যাপ্টেন দেখিনি, তামিমকে সাকিব

ক্রিকেট দুনিয়া September 28, 2023 2,136
বিশ্বের কোথাও এমন ক্যাপ্টেন দেখিনি, তামিমকে সাকিব

তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে ভারত গেছে বাংলাদেশ দল। বুধবারই বিশ্বকাপের দেশে পৌঁছায় টাইগাররা। বিশ্বকাপ মিশনে অংশ নিতে দেশ ছাড়ার আগে একটি টেলিভিশনকে নিজের নানা অভিমত ও ক্রিকেট বোর্ডের নানা ইস্যুতে কথা বলেন সাকিব।


তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে সাকিব বলেন, বিশ্বের কোথাও দেখিনি অধিনায়ক এক ম্যাচ পর এসে ইমোশোনালি বলে ভাই আমি আর খেলব না। এটা আমি আমার লাইফে প্রথম দেখলাম। আমার ধারণা কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত তাহলে এটা করতে পারত না।


এ সময় সাকিব বলেন, বাংলাদেশের উচিত ছিল ২০১৯ বিশ্বকাপের পরই ঠিক করা কে হবেন পরবর্তী অধিনায়ক। যেটা সাধারণত অন্যদেশগুলো করে থাকে।


শ্রীরামকে সাকিবের কথায় দলে নেয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমি নতুন শুনলাম। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিশ্বকাপ কেন্দ্র করে তাকে দলে নেয়া ভালো হবে কিনা। আমি বলেছিলাম ভালো হবে। কেননা সে হিন্দিতে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলতে পারবে। এতে আমাদের সুবিধা হবে। কিন্তু আমি জীবনেও তার নাম উল্লেখ করিনি।


সূত্রঃ চ্যানেল ২৪