এবার ভিডিও বার্তা নিয়ে এলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভিডিও বার্তায় তামিমকে বিসিবির কর্মকর্তার ফোন দেয়া নিয়ে মাশরাফি বলেন, তাকে টিম ম্যানেজমেন্টের বাইরে কেউ ফোন দিতে পারে না। তাকে ফোন দিতে পারে অধিনায়ক, কোচ কিংবা নির্বাচক। অধিনায়ক হিসেবে সাকিব তামিমকে মেসেজ বা ফোন দেয়ার প্রয়োজন ছিল।
তিনি বলেন, “আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তামিমকে বলা হয়েছিল সে যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলে কিংবা খেললেও দলের প্রয়োজনে পরে ব্যাট করে। এটা নাকি তাঁকে ক্রিকেট বোর্ডের কোনো এক ফোন করে বলেছিল। যে কারণে তামিম রিয়্যাক্ট করে। তবে সে (তামিম) কোন পজিশনে ব্যাট করবে, এটা বলার অধিকার ক্রিকেট বোর্ডের কেউ রাখে না। বললে ক্যাপ্টেন কিংবা কোচ বলবে”
ম্যাশ বলেন, ৫ ম্যাচের তত্ত্বটা যে বা যারা মিডিয়ায় ছড়িয়েছে তাদের খুঁজে বের করা উচিত। এ বিষয়টার জন্য তামিম, সাকিব কিংবা নান্নু ভাই কারোই দায় নেই। আমার মনে হয় না এ বিষয়টা তামিম বা সাকিব কেউ জানত বা জানার কথা।
সূত্রঃ অনলাইন