তামিমকে বাদ দেওয়ার ইস্যুতে মুখ খুললেন সাকিব

ক্রিকেট দুনিয়া September 27, 2023 2,704
তামিমকে বাদ দেওয়ার ইস্যুতে মুখ খুললেন সাকিব

তামিম ইকবালকে দল থেকে বাদ দেওয়ার পর গুঞ্জন ওঠে এর পেছনে নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। অবশেষে সে বিষয়ে মুখ খুললেন সাকিব। সাকিব জানিয়েছেন এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তামিমকে বাদ দেওয়ার পেছনে তার কোন হাত নেই।


দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার তো দায়িত্ব না ভাই টিম সিলেক্ট করার। তাহলে তো এশিয়া কাপের একদিন আগে ক্যাপ্টেন এনাউন্স হওয়ার পরই আমি দল দিয়ে দিতে পারতাম। অনেক প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়।’


তিনি আরও বলেন, ‘শুধু মাঠের পারফরম্যান্সই না, মাঠ মাঠের বাহিরে অনেক কিছুই দেখা হয়। ড্রেসিংরুম, টিম মিটিং সবকিছুই বিবেচনা করা হয়। এ বিষয়ে আমি ইনভলভ না।’


সূত্রঃ অনলাইন