বিশ্বকাপে তামিমের বাদ পড়া নিয়ে যা বললেন মাশরাফি

ক্রিকেট দুনিয়া September 27, 2023 1,051
বিশ্বকাপে তামিমের বাদ পড়া নিয়ে যা বললেন মাশরাফি

বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নানা আলোচনার শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেলেও নেই ওপেনার তামিম ইকবাল। টাইগার স্কোয়াডে তামিম না থাকায় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলছেন, বাদ দেয়া হয়নি, তামিম নিজেই সরে গেছেন বিশ্বকাপ দল থেকে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফী লিখেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে, তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক, আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। ’


‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইলো না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’


গত জুলাইয়ে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর থেকে ফিরে আসেন। পিঠের চোটে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি তারকা।


লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন। অস্বস্তির কারণে তৃতীয় ও শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সবশেষে তাকে ছাড়াই ভারতে যাচ্ছে বাংলাদেশ।


সূত্রঃ চ্যানেল আই অনলাইন