দল থেকে সরিয়ে দেওয়া হলো নাফিস ইকবালকেও!

ক্রিকেট দুনিয়া September 26, 2023 2,034
দল থেকে সরিয়ে দেওয়া হলো নাফিস ইকবালকেও!

বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


মঙ্গলবার বিকেলে হুট করেই সংবাদমাধ্যমে চাউড় হয় নাফিস ইকবালের টিম ম্যানেজার পদ থেকে অব্যাহতি নেওয়ার। কিন্তু বাস্তবিকপক্ষে নিজ থেকে টিম ম্যানেজারের পদ থেকে ইস্তফা দেননি তিনি। আর তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা এসেছে বোর্ড থেকেই।


আরটিভিকে নিজ থেকে সরে যাওয়ার খবরটি ভুল আখ্যা দিয়ে নাফিস বলেন, ‘আমি রিজাইন দেইনি ভাই। খবরটা যেটা উঠেছে সেটা ভুল। আমি নিজ থেকে রিজাইন দেইনি। কেন এমনটা হলো সেটা বোর্ডই ভালো বলতে পারবে।’


সূত্রঃ আরটিভি অনলাইন