বিশ্বকাপের আগে আবারও সাকিব-তামিমের দ্বন্দ্বের গুঞ্জন

ক্রিকেট দুনিয়া September 25, 2023 4,589
বিশ্বকাপের আগে আবারও সাকিব-তামিমের দ্বন্দ্বের গুঞ্জন

অবসর কান্ডের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন তামিম। প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। ম্যাচ শেষে কথা বলেন নিজের ফিটনেস নিয়েও। জানান, এখনও শতভাগ ফিট নন তিনি।


বিভিন্ন সুত্রের খবর, ম্যাচের পর তামিম কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। জানিয়েছেন, বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। অথচ সূচি অনুযায়ী বিশ্বকাপে অন্তত ৯টি ম্যাচ খেলতেই হবে বাংলাদেশকে। দলের তারকা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।


বিসিবি সভাপতিকে সাকিব জানান, এমন হলে বিশ্বকাপে খেলবেন না তিনি। এই কথা জানার পর তামিমও নাকি বলেছেন, খেলতে চান না বিশ্বকাপে। তাতে অস্বস্তিকর এক পরিস্থিতির মুখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাহায্যের জন্য দ্বারস্থ হন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।


দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করতে বলেন বিসিবি বস। নির্বাচনী কাজে নড়াইলে থাকা মাশরাফী ঢাকায় ফিরছেন। মুঠোফোনে তামিমের সঙ্গে কথা হলেও তিনি বিস্তারিত কিছু বলেন নি।


বলেছেন, কথা বলবেন সামনাসামনি। সাকিব-তামিমের এই দ্বন্দ্বের বিষয়টি সত্যি হয়ে থাকলে বিশ্বকাপের আগে জটিল পরিস্থিতিতে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত জল কোন পর্যন্ত গড়ায় সেটাই এখন দেখার বিষয়।


সূত্রঃ সময় টিভি অনলাইন