সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?

ক্রিকেট দুনিয়া September 23, 2023 550
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু?

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচের আগের দিন শুক্রবার অনুশীলন করেনি বাংলাদেশ দল। বিশ্রামে ছিল নিউজিল্যান্ড দলও।


তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দুই দফা মুষলধারে বৃষ্টি হওয়ার পর খেলা আর মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচে (শনিবার) লড়বে টাইগাররা। তবে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সময়মতো এই ম্যাচটি মাঠে গড়াবে কিনা, তা নিয়ে আছে শঙ্কা।


গত দুদিন ধরেই মিরপুরের আকাশে রোদ-মেঘের খেলা, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭৮ শতাংশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি। প্রায় সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।


দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সেই সময় থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত ৫.৭ মিলি মিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ যে বৃষ্টি বাধায় পড়বে তা এক প্রকার নিশ্চিতই বলা চলে।


আইসিসির নিয়মানুযায়ী, ওয়ানডে ম্যাচে অন্তত ৪০ ওভার খেলা বাধ্যতামূলক, সে ক্ষেত্রে প্রতি দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে নিজ নিজ ইনিংসে। এর পর আশ্রয় নেওয়া যাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির।


সূত্রঃ সমকাল অনলাইন