ভারত বিশ্বকাপে কোন দল কত টাকা পুরষ্কার পাবে?

ক্রিকেট দুনিয়া September 22, 2023 548
ভারত বিশ্বকাপে কোন দল কত টাকা পুরষ্কার পাবে?

পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন ত্রয়োদশ আসরের প্রাইজমানি নির্ধারিত হয়েছে প্রায় ১১০ কোটি টাকা (এক কোটি মার্কিন ডলার)। যা আগের আসরের সমান, অর্থাৎ এবারও পুরস্কারের অঙ্ক বাড়ছে না। আজ (শুক্রবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


সংস্থাটি বলছে, এবারের আসরে বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪৪ কোটি টাকা (৪ মিলিয়ন ডলার)। রানার্স-আপ দল পাবে তার অর্ধেক, ২২কোটি টাকা বা ২ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, ১৯ নভেম্বর।


মেগা আসরটি থেকে কোনো দলই খালি হাতে ফিরবে না। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ কোটি ৭৮ লাখ টাকা করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের টাকা পুরস্কার। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ কোটি ৯ লাখ টাকা করে। এছাড়া গ্রুপপর্বে যে ৪৫টি ম্যাচ হবে, সেখানে ম্যাচজয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।


বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর। ধর্মশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। এরপর একই ভেন্যুতে তারা আগামী ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে। ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় হবে দুটি সেমিফাইনাল।


বিশ্বক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসরে এবার ১০টি দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে ৪৮টি ম্যাচ হবে ভারতের ১০টি ভেন্যুতে। এছাড়া, একই প্রাইজমানি ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপেও কার্যকর হবে বলে জানিয়েছে আইসিসি।


সূত্রঃ ঢাকা পোস্ট