অলআউট হয়ে বাংলাদেশের রেকর্ডটা কেড়ে নিল শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া September 17, 2023 2,773
অলআউট হয়ে বাংলাদেশের রেকর্ডটা কেড়ে নিল শ্রীলঙ্কা

এশিয়া কাপে সর্বনিম্ন রানের রেকর্ডটি এতদিন বাংলাদেশেরই ছিল। আজ ভারতের বিপক্ষে ৫০ রানে অলআউট হয়ে সে রেকর্ডটা বুঝে নিল শ্রীলঙ্কা। ২০০০ সালে ঘরের মাঠে ওয়াসিম আকরাম, মোহাম্মদ আকরাম ও আবদুর রাজ্জাকদের তোপের মুখে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।


৪ ওভারের মধ্যেই ৫ উইকেট নেই শ্রীলঙ্কা। নিজের ১৬তম বলেই নিজের পঞ্চম উইকেট পেয়ে গেছেন মোহাম্মদ সিরাজ। আজ কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। তবে সাধারণত এমন ভয়ংকর শুরুর পর টুকটুক করে ইনিংস এগিয়ে নেয় অনেকে। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেও দেড় শ তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা।


কিন্তু আজ মোহাম্মদ সিরাজ যেভাবে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন, সে কাঁপুনি থেকে সেরে উঠতে পারেনি শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজ এক পর্যায়ে ৭ রানে ৬ উইকেট পেয়েছিলেন। সিরাজ একটু দম হারালে, দায়িত্ব নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২ ওভার ২ বলে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার।


এমন তাণ্ডবে ১৫ ওভার ২ বলে ৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এতে শুধু এশিয়া কাপের রেকর্ড ভেঙেছে তাই না, ভারতের বিপক্ষে কোনো দলের সর্বনিম্ন রানের রেকর্ডও এটি। ২০১৪ সালে বাংলাদেশ ভারতের প্রায় দ্বিতীয় দলের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেদিন স্টুয়ার্ট বিনি ৪ রানে ৬ উইকেট পেয়েছিলেন। আজ সিরিজা শেষ পর্যন্ত থেমেছেন ২১ রানে ৬ উইকেট নিয়ে।


সূত্রঃ ইনডিপেনডেন্ট টিভি