যাদের কারণে তামিম ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন তাদের একজন হাথুরু- এমনটা মনে করেন অনেকেই। সেই বিষয়টি নিয়ে দেশের শীর্ষ এক জাতীয় দৈনিককে হাথুরু বলেছেন, ‘কথাটা যদি তামিম এসে বলে, তাহলে আমি উত্তর দিতে পারি। যদি অন্য কেউ বলে, আমি জানি না তারা কোত্থেকে এই খবর পেল। তামিম বললে ওর সঙ্গে বসে জিজ্ঞেস করতে পারি, আমি কখন, কোথায় কী করলাম! (হাসি...)। এ বিষয়ে আমার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। আমি তো জানতামই না যে এরকম কোনো ঘোষণা আসতে চলেছে।’
তামিমের সঙ্গে কোনো যোগাযোগ নেই কিংবা কথা না হওয়ার বিষয়ে বিষয়ে টাইগার কোচ বলেন, 'তামিম এরকম কিছু কোথাও বলেছে বলে আমার চোখে পড়েনি (হাসি...)। যোগাযোগ না হওয়ার বিষয়টি সত্যি নয়। তামিম কী করছে না করছে, সবই আমি জানি। ও মেডিকেল বিভাগের অধীনে আছে। ওরাই সব আপডেট আমাকে দিচ্ছে। তামিম কখন ব্যাটিং করছে, কীভাবে করছে, ওর অবস্থার উন্নতি কতটা হচ্ছে, আমি সবই জানতে পারছি। যা করার, পেশাদারের মতোই করছি।’
তার বিরুদ্ধে তোলা অভিযোগ একতরফা বলেও মন্তব্য লঙ্কান কোচ হাথুরুসিংহের, ‘মানুষ কী বলছে শোনার দরকার নেই। কারও সঙ্গেই আমার কোনো অস্পষ্টতা নেই। একতরফা আলোচনায় কান না দিয়ে এরকম মুখোমুখি বসলে আমিও বিষয়গুলো পরিষ্কার করে দিতে পারি।’
বিশ্বকাপ তামিমের কাছে প্রত্যাশার কথা জানিয়ে হাথুরু বলেন, ‘তামিমের কাছ থেকে ওর সেরাটা দেখতে চাই। কারণ আমি জানি, ফর্মে থাকলে সে-ই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। চোট ও নানা কারণে ক্রিকেট থেকে অনেকটা সময় দূরে থাকার পরও নিজেকে কতটা মেলে ধরতে পারছে, তা আমরা কয়েক দিনের মধ্যেই জানতে পারব। ওর কাছ থেকে আমি এটি শোনার অপেক্ষায় আছি যে ‘আমি ফিট।’
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তামিম বলেছিলেন, ‘এখন পর্যন্ত তাদের (হাথুরু-সাকিব) সঙ্গে কোনো আলাপ হয়নি। এখনও আমি বলবো যে, আঙ্গুল শুধু একদিকে দেবো না, দুই দিকেই (তামিম নিজ থেকেও কথা বলতে বা দেখা করতে যাননি) দেবো। শুধু একজনকে দোষ দেওয়া উচিত না। কারণ আমিও তো যোগাযোগ করিনি।
সূত্রঃ ঢাকা পোস্ট