ভারত-শ্রীলঙ্কা আজ মুখোমুখি হবে এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে। তবে এই ম্যাচেও একই বিপদ। বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ার আশঙ্কাই বেশি।
এবারের এশিয়া কাপ বৃষ্টিবিঘ্নিত। প্রায় প্রতিটা ম্যাচেই কম-বেশি বৃষ্টি হয়েছে। ফাইনালেও বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
এর আগে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। সুপার ফোরে ফের ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তে।
এখন প্রশ্ন হলো, রোববার এশিয়া কাপ ফাইনাল না হলে কী হবে! নিয়ম বলছে, অন্তত ২০ ওভার করে খেলা হতে হবে। তার পর ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের বিজয়ী বেছে নেয়া হবে। তবে বৃষ্টিতে ম্যাচই যদি না হয়! সেক্ষত্রে নিয়ম কী!
ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ রোববার ফাইনাল না হলে সোমবার ফের খেলা হবে।
সোমবারও যদি বৃষ্টির জন্য খেলা না হয় তা হলে ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
সূত্র : নিউজ ১৮