এশিয়া কাপের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিবের দল। সুপার ফোরে তিনটি ম্যাচের মধ্যে কেবল একটিতে জয় পায় বাংলাদেশ।
সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হারলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা। জয় দিয়েই এবারের এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ দল। এশিয়া কাপ শেষে দেশে ফিরেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে লিটন-মুস্তাফিজদের।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়।
২১ সেপ্টেম্বরের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শনিবার (২৩ সেপ্টেম্বর) ও তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মাঠে নামবে টাইগাররা। উক্ত সিরিজ শেষে বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে দেশ ছাড়বে সাকিবরা।
সূত্রঃ চ্যানেল ২৪